রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ মুক্তি সংগ্রাম পরিষদ-মুক্তিযুদ্ধ’৭১ (কানপাড়া) রাজশাহী-এর প্রয়াত চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামীলীগ নেত্রী বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক জিনাতন নেসনা তালুকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় নগরীর শিরোইল রেলওয়ে সুপার মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের কো-চেয়ারম্যান রাকাবের এজিএম (অব.) বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব বীরমুক্তিযোদ্ধা কে.এম.এম. ইয়াছিন আলী মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, যুদ্ধকালীন কমান্ডার আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ রাজশাহী জেলা সভাপতি প্রবীণ রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ (সাবেক জিপি)। বিশেষ অতিথি ছিলেন, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান।
মরহুমের বর্ণাঢ্য কর্মময় রাজনৈতিক জীবনের উল্লেখ করে বক্তব্য রাখেন, কানপাড়া আঞ্চলিক কমিটির সেক্রেটারি বীরমুক্তিযোদ্ধা তছের উদ্দীন মাষ্টার, এসএম মাহবুব আলম (এজিএম অব. রাকাব), রেলওয়ে কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, মরহুমার সন্তান-মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি-মাহমুদ হাসান ফয়সাল স্বজল, বীরমুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম (ব্যাংক), বীরমুক্তিযোদ্ধা সাদিকুল ইসলাম, অফিস সেক্রেটারী বীরমুক্তিযোদ্ধা বাবু উপেন্দ্র চন্দ্র দাস, সন্তান কমান্ডের সদস্য অধ্যাপক কায়সার আহমেদ, শেখ জলি ও মরিয়ম বেগম প্রমুখ। সভা শেষে মরহুমার বিদেহী অত্মার মাগফেরাত ও পরিবারের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।