ফটোসাংবাদিক রুমির বাবার সুস্থতা কামনা

আপডেট: ডিসেম্বর ৪, ২০১৬, ১২:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


দৈনিক সোনার দেশ পত্রিকার ফটোসাংবাদিক শামস উর রহমান রুমির বাবা একেএম আজিজুর রহমান অসুস্থ হয়ে ঢাকা হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ঢাকাস্থ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ীদের নিকট দোয়া প্রার্থনা কামনা করেছেন। তিনি নগরীর শিরোইল কাঁচা বাজার এলাকার স্থায়ী বাসিন্দা।
আরইউজে : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন অর রশিদ ফটোসাংবাদিক রুমির বাবার দ্রুত রোগমুক্তি কামনা করেছেন। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে তারা এ রোগমুক্তি কামনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ