মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লালন শিল্পী ফরিদা পারভীনের একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে এ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। আয়োজন করে নাটোর জেলা সমিতি।
এসময় উপস্থিত ছিলেন, ভারতের সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজউদ্দিন আহমদ, নিউ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জার্জিস কাদিরসহ হলভর্তি শ্রোতা দর্শক। এর আগে ফরিদা পারভীনকে নাটোর জেলা সমিতির উদ্যোগে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সম্মাননা জ্ঞাপন করে মানপত্র দেন, রাজশাহী বেতার শিল্পী সংস্থা ও মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ড।