ফলোঅনে পড়া শ্রীলঙ্কার লড়াই

আপডেট: আগস্ট ৬, ২০১৭, ১২:৩৩ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে দুইশ রানের আগেই অলআউট হয়ে যাওয়া শ্রীলঙ্কা লড়ছে ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দারুণ এক শতকে পথ দেখানো কুসল মেন্ডিস ফিরেছেন দিনের শেষ বেলায়। শতকের পথে থাকা দিমুথ করুনারত্নের ব্যাট আশা দেখাচ্ছে স্বাগতিকদের।
কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ২০৯ রান। করুনারত্নে ৯২ ও নাইটওয়াচম্যান মালিন্দ পুস্পকুমারা ২ রানে অপরাজিত আছেন।
ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে এখনও ২৩০ রান চাই শ্রীলঙ্কার। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে সুবিধাজনক অবস্থানে আছে বিরাট কোহলির ভারত।
প্রথম ইনিংসের মতো আবারও ব্যর্থ উপুল থারাঙ্গা। উমেশ যাদবের বলে বোল্ড হয়ে ফিরেন মাত্র ২ রান করে। এরপরই ১৯১ রানের দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন করুনারত্নে-মেন্ডিস। অত রান প্রথম ইনিংসে লঙ্কানদের সব ব্যাটসম্যান মিলিয়েও করতে পারেননি।
১৭টি চারে ১৩৫ বলে ১১০ রানের অসাধারণ এক ইনিংস খেলা মেন্ডিসকে ফিরিয়ে স্বাগতিকদের প্রতিরোধ ভাঙেন হার্দিক পান্ডিয়া। ১২টি চারে ৯২ রানে অপরাজিত উদ্বোধনী ব্যাটসম্যান করুনারত্নে।
প্রথম ইনিংসে ৬৯ রানে ৫ উইকেট নেওয়া অশ্বিন দ্বিতীয় ইনিংসে দেখেছেন উল্টো পিঠও। এবার ৭৯ রান দিয়ে তিনি উইকেটশূন্য। আরেক স্পিনার রবীন্দ্র জাদেজা ১৬ ওভারে ৭৬ রান দিয়ে পাননি কোনো উইকেট।
এর আগে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ২ উইকেটে ৫০ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা। অতিথি বোলারদের দারুণ বোলিংয়ে ১৮৩ রানেই গুটিয়ে যায় দিনেশ চান্দিমালের দল।
অধিনায়ক নিজেও সুবিধা করতে পারেননি। অসুস্থতা কাটিয়ে ফেরা মিডল অর্ডার ব্যাটসম্যান ফিরেন দুই অঙ্কে গিয়েই। পরের ওভারেই মেন্ডিসকে ফিরিয়ে দেন উমেশ যাদব।
এরপরই প্রথম ইনিংসে নিজেদের সেরা জুটি পায় শ্রীলঙ্কা। সেটাও মাত্র ৫১ রানের। গড়ে উঠে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও নিরোশান ডিকভেলার মধ্যে। দুটি করে ছক্কা-চারে ২৬ রান করা ম্যাথিউসকে ফিরিয়ে জুটি ভাঙেন অশ্বিন।
প্রথম ইনিংসে একমাত্র অর্ধশতক পাওয়া ডিকভেলাকে বিদায় করেন মোহাম্মদ শামি। লঙ্কান উইকেটরক্ষক-ব্যাটসম্যান ৪৮ বলের আক্রমণাত্মক ইনিংসটি গড়া ৭টি চার ও একটি ছক্কায়।
পরপর দুই ওভারে দিলরুয়ান পেরেরা ও নুয়ান প্রদিপকে ফিরিয়ে স্বাগতিকদের ইনিংস গুটিয়ে দেওয়ার সঙ্গে ২৬তম বারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেন অশ্বিন। দুটি করে উইকেট নেন শামি ও জাদেজা।
তৃতীয় দিন আরেকটি দুঃসংবাদ শুনেছে শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিংয়ের চোটে টেস্ট সিরিজ শেষ হয়ে গেছে পেসার নুয়ান প্রদিপের।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস: ৬২২/৯ ইনিংস ঘোষণা
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৯.৪ ওভারে ১৮৩ (করুনারত্নে ২৫, থারাঙ্গা ০, মেন্ডিস ২৪, চান্দিমাল ১০, ম্যাথিউস ২৬, ডিকেভলা ৫১, ডি সিলভা ০, পেরেরা ২৫, হেরাথ ২, পুস্পকুমারা ১৫*, প্রদিপ ০; শামি ২/১৩, অশ্বিন ৫/৬৯, জাদেজা ২/৮৪, যাদব ১/১২)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৬০ ওভারে ২০৯/২ (করুনারত্নে ৯২*, থারাঙ্গা ২, মেন্ডিস ১১০, পুস্পকুমারা ২*; যাদব ১/২৯, অশ্বিন ০/৭৯, শামি ০/১৩, জাদেজা ০/৭৬, পান্ডিয়া ১/১২)।