শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
ফানুস উড়িয়ে সম্মেলন উপলক্ষে সাজসজ্জার উদ্বোধন করেছে নগর আওয়ামী লীগ। গতকাল রাত সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতে এ সাজসজ্জার উদ্বোধন করা হয়।
নগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহীন আকতার রেনী ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার এ উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী কামাল, যুবলীগের সভাপতি রমজান আলীসহ অন্যান্যরা।