রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলা থানাপাড়া ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ফ্রান্সের ধর্মজাজক আবু পিয়ারির ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেলে অ্যামাউস ইন্টারন্যাশনাল সহযোগিতায় সারদা থানাপাড়া সোয়ালোজ ডিএস সম্মেললন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নিমপাড়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানাপাড়া সোয়ালোজ ডিএসএর নির্বাহী পরিচালক রায়হান আলী, সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনি, মহিলা কলেজের প্রভাষক কামরুজ্জামান, রাইট টু বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্ট এরিয়া সমন্বয়কারী মোস্তাক আহমেদ, নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক প্রকল্প কর্মকর্তা মুরছালিন সরকার প্রমূখ।
অপরদিকে অনুষ্ঠান শেষে মানবাধিকার শান্তি পদক ২০১৬ সালে ইউনাইটেড মুভমেন্ট রাইটস আয়োজনে রাজশাহী বিভাগীয় সকল এনজিও ব্যক্তিত্ব ও সমাজসেবক হিসাবে বিশেষ অবদান রাখার জন্য থানাপাড়া ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক রায়হান আলীকে পুরস্কৃত করায় সকল এনজিও প্রতিনিধিগন তাকে অভিনন্দন জানান।