সোমবার, ১৫ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ৩১ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
চলতি বছরের জেএসসি পরীক্ষায় বাগমারা উপজেলার মচমইল উচ্চবিদ্যালয় থেকে আম্বিয়া আক্তার ফাল্গুনি, মাদারীগঞ্জ সাফিক্স প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেনের ইরিনা সরকার ইভা ও শহীদ নজমুল হক উচ্চবালিকা বিদ্যালয় থেকে নুরজাহান ইসলাম কনা জিপিএ ৫ পেয়েছে।
তাদের এই সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পরিবারের সদস্যদের অবদান বেশি। তিনজনই উচ্চশিক্ষা লাভ করে ভবিষ্যতে চিকিৎসক হতে চাই। ফাল্গুনি বাগমারা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আকবর আলী ও মৌসুমী আকতার মধুর মেয়ে। ইভা বাগমারা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সরকারের মেয়ে ও মাতা মেরিনা পারভিন একজন শিক্ষক। কনার পিতা নজরুল ইসলাম পুলিশের উপপরিদর্শক এবং মা কোহিনুর ইসলাম গৃহিনী। তারা সকলের কাছে দোয়া প্রার্থী।