সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
‘এফএবি’ (ফাহাদ একাডেমি ফর বায়োলজি) গ্রান্ড সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মে) রাতে নগরীর এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে এর আয়োজন করা হয়।
২০২৩-২৪ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ফাহাদ একাডেমি ফর বায়োলজি নামের এই কোচিং সেন্টার (প্রাইভেট হোম) থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস শ্রেণিতে সুযোগ পেয়েছে ২৫৯ জন পরীক্ষার্থী। এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেসকল পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে উক্ত অনুষ্ঠানে ক্রেষ্ট ও একটি করে কলম উপহার দেয় এফএবি কর্তৃপক্ষ।
রাজশাহীস্থ ফাহাদ একাডেমি ফর বায়োলজি কোচিং সেন্টার থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে এবার (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) সর্বমোট ২৫৯ জন শিক্ষার্থী এমবিবিএস শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে। এরমধ্যে ১৩৯ জন মেয়ে ও ১২০ জন ছেলে সুযোগ পেয়েছে। উক্ত অনুষ্ঠানে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট দেবার পাশাপাশি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবকের গলায় মেডেল পরিয়ে তাঁদেরকেও সম্মান জানানো হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক ডা. ফাহাদ ইবনে মাহাফুজ শিক্ষার্থীদের মঙ্গল কামনার পাশাপাশি সকল অভিভাবককে ধন্যবাদ জানান। এছাড়াও প্রত্যেক শিক্ষার্থীকে মানবিক ডাক্তার হবারও পরামর্শ দেন পরিচালক ফাহাদ।