বাড়ি ফেরা হলো না অগ্নিদগ্ধ ফাহিমা

আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ৮:৪২ অপরাহ্ণ

মোহনপুর প্রতিনিধি:পরিবারের জন্য রান্না কাজে ব্যস্ত ছিলেন ফাহিমা বেগম (৫৫)। হঠাৎ তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। এসময় তিনি নিজেই আগুন নেভানোর চেষ্টাও করেন। তবে আগুন তাকে না ছাড়ার কারণে সজোরে চিৎকার দেন। এসময় লোকজন তাকে উদ্ধার করে। ফাহিমা উপজেলার আমরাইল গ্রামের তমিজ প্রামাণিকের স্ত্রী। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসময় আহত ফাহিমাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রূত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়াই অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় রেফার্ড করেন।

ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেই রাত সোয়া দুইটার দিকে নাটোর জেলার কাঁচিকাটা নামক স্থানে তিনি মারা যান।
এ ব্যাপারে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন অগ্নিদগ্ধ নারী চিকিৎসাধিন ছিলেন। ঢাকায় নেয়ার সময় পথে তার মৃত্যু হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ