রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
বছরটা বেশ ভালোই গেছে দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমানের। এখন পর্যন্ত ৯টি টুর্নামেন্টে অংশ নিয়ে সেরা দশে ছিলেন দুবার। আর সেই সিদ্দিকুরের অভিষেক হয়েছে ফিজি ইন্টারন্যাশনালে। আর অভিষেকেই শুরুটা করেছেন নিজের ছায়া হয়ে! প্রথম রাউন্ড শেষে যৌথভাবে ১০৮ নম্বর স্থানে রয়েছেন বাংলাদেশের সেরা এই গলফার!
সিদ্দিকুর পারের চেয়ে বেশি খেলেছেন ৫টি শট। যাতে ডাবল বোগি ছিল একটি আর বোগি ছিল ৫টি। বার্ডির সংখ্যা ছিল দুটি। সিদ্দিকুরের সমান এই শট খেলে আরও রয়েছেন ৭ জন। প্রায় ৯ কোটি ২৫ লাখ টাকার এই টুর্নামেন্টে প্রথম রাউন্ড শেষে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ড তারকা ড্যানিয়েল পিয়ার্স। পারের চেয়ে ৬ শট কম খেলেছেন তিনি। ১৭ আগস্ট শুরু হওয়া এ টুর্নামেন্ট চলবে ২০ আগস্ট পর্যন্ত।