মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
ফিলিপাইনের ক্যাথলিক সমাবেশে বিস্ফোরণ। ছবি: বিবিসি
সোনার দেশ ডেস্ক :
ফিলিপাইনে একটি ক্যাথলিক সমাবেশে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৩ ডিসেম্বর) সকালে মারাউই শহরের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির একটি জিমনেশিয়ামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
স্টেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এ ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছের। তারা বলছেন, এই সহিংসতার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। একটি সভ্য সমাজে এমন সহিংসতার কোনো স্থান নেই এবং এটি এমএসইউ-এর মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ন্যক্কারজনক অপরাধ। কর্তৃপক্ষ জানান, আমরা খ্রিস্টান সম্প্রদায় এবং এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের সাথে সংহতি প্রকাশ করছি।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরো বলা হয়, ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরণের অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এদিকে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন