বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপিন্সের উত্তরাঞ্চলের দ্বীপ লুজন।
তবে ভূমিকম্প পরবর্তী কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পরাঘাতের আশঙ্কা প্রকাশ করে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ফিলিপিন্স কর্তৃপক্ষ।
রাজধানী ম্যানিলা থেকেও কম্পন অনুভূত হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১:২৮ মিনিটে (০৫:২৮ জিএমটি) ৬ দশমিক ২ মাত্রার ওই ভূমিকম্প শুরু হলে আতঙ্কিত লোকজন ভবন থেকে বাইরে বেরিয়ে আসে।
এখন পর্যন্ত সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএসর তথ্যানুযায়ী, বাটানগাস প্রদেশের নাসুগবুতে মাটির ১৬৮ কিলোমিটার গভীর ভূমিকম্পটির উৎপত্তি।
ভূমিকম্প প্রবণ তথাকথিত ‘প্যাসিফিক রিং অব ফায়ার’এ ফিলিপিন্সের অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়।
তথ্যসূত্র: বিডিনিউজ