মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :পবিত্র রমজান মাসে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানালেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।
তিনি জানান, ফিলিস্তিনবাসীর জীবনে এমন রমজান কখনো আসেনি।
বহু বছর ধরে ইসরায়েলি আগ্রাসনের শিকার হলেও বর্তমানে অন্যরকম বাস্তবতার মুখোমুখি গাজার বাসিন্দারা। জাতিসংঘের মহাসচিব বলেছেন, রোজা শুরুতে গাজায় বোমা হামলা এবং রক্তপাত অব্যাহত থাকবে।
রমজানের চেতনাকে সম্মান করে যুদ্ধ থামানো হোক। রোববার (১০ মার্চ) এক সাক্ষাৎকারে জাতিসংঘের মহাসচিব বলেন, গাজায় যুদ্ধবিরতির জন্য রমজান একটা ‘ভাল সুযোগ’ হতে পারে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের সঙ্গে ৫ মাস ধরে চলা যুদ্ধে এখন পর্যন্ত ৩১ হাজার ১১২ জন ুিফলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরো ৬৭ জন। এখনও পর্যন্ত আহত হয়েছেন ৭২ হাজার ৭৬০ জন।
তথ্যসূত্র: আজকাল অনলাইন