ফিল্ম এন্ড কালচারাল আর্কাইভ পরিদর্শনের নতুন সময়সূচি

আপডেট: জানুয়ারি ৩, ২০২৪, ১২:৩৬ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :


Film And Cultural Archives-FCA নতুন বছরের শুরু থেকে খোলা থাকছে নতুন সময়সূচি অনুযায়ী। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এবং বিকাল ৪ টা থেকে রাত ০৮:৩০ মিনিট পর্যন্ত। সকলের জন্য প্রবেশ বিনামূল্যে।

সঙ্গে থাকছে ছবি তোলা আর ভিডিও করারও সুবর্ণ সুযোগ। ফিল্ম এন্ড কালচারাল আর্কাইভ (Film & Cultural Archive) এ সংযোজিত হয়েছে চা-কফি কর্ণার। ফলে এখন থেকে ভ্রমণের পাশাপাশি নাস্তা খাওয়ার সুবিধা ও থাকছে সকলের জন্য।
তাই আর দেরি না করে বন্ধু বা প্রিয়জন কে সঙ্গে নিয়ে চলে আসুন আপনার সুবিধামতো সময়ে।

ঠিকানা :
৬৩১, শিরোইল (শিরোইল উচ্চ বিদ্যালয়ের পূর্ব-দক্ষিণ দিকে), ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
প্রয়োজনে যোগাযোগ :
মো. শামীউল আলীম শাওন, কিউরেটর, ফিল্ম এন্ড কালচারাল আর্কাইভ, রাজশাহী।
মুঠোফোন : ০১৭৯৪-৮৯৪৩১৫

এ বিভাগের অন্যান্য সংবাদ