ফুটপাতে জমে উঠেছে গরম কাপড়ের ব্যবসা

আপডেট: জানুয়ারি ১৭, ২০১৭, ১২:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



শীতকাল চলছে। অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলের শীত ও গরম বেশি অনুভূত হয়। এখন শীত মোকাবেলায় গরম কাপড় কেনার ধুম পড়েছে নগরীর বিভিন্ন ফুতপাত দোকানগুলোতে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর বিভিন্ন মার্কেটেও তাল মিলিয়ে গরম কাপড় বিক্রিতে তোড়জোড় চলছে। ফুটপাতে গরম কাপড়ের দোকানে ছেয়ে গেছে সারা শহর। শীতের শুরু থেকেই নগরীর বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ভ্যানে কিংবা ভ্রাম্যমাণ দোকানঘর গড়ে উঠেছে। ফলে শীতে গরম কাপড় ও জুতার ব্যবসা জমে ওঠেছে।
ফুটপাতে সকাল থেকে রাত পযন্ত চলছে বেচাকেনা। শীতবস্ত্র কিনতে ফুটপাতের গড়ে ওঠা কাপড়ের  দোকানে ভিড় জমাচ্ছে নি¤œ ও মধ্যম আয়ের মানুষ। শীত নিবারণে সাধ্যমত কম মূল্যে শীতবস্ত্র কিনতে যাচ্ছেন ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে। এবারের শীতকে কেন্দ্র করে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, গণকপাড়া, লক্ষ্মীপুর মোড়, রাজশাহী শিক্ষাবোর্ড এলাকা, কোর্ট চত্বর, উপশহর নিউমার্কেট,  স্টেশন, অলোকার মোড়সহ স্থায়ীসহ ভ্রাম্যমাণ দোকানে ও ভ্যানে করে লোকসমগম এলাকায় শীতের গরম কাপড় বিক্রি হচ্ছে।
গতকাল সোমবার নগরীর বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, শিশুসহ নানা বয়সের শীতের বিভিন্ন রকম পোশাক রয়েছে। এর মধ্যে গেঞ্জি, উলের পোশাক, কোর্ট ও জ্যাকেট বেশি বিক্রি হয়। এছাড়া নারীদের জন্য নানা রকম পোশাক রয়েছে। শোয়েটার কিংবা জ্যাকেট সর্বনি¤œ ৬০ থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। দামে সাশ্রয়ী হওয়ায় বিকেল বেলা থেকে শুরু করে রাত পর্যন্ত উপচে পড়া ভিড় দেখা যায় ফুটপাতে।
নগরীর গণকপাড়া এলাকায় গরম কাপড় কিনতে আসা ক্রেতা আজিজুল ইসলাম বলেন, প্রতি বছর নগরীতে ফুটপাতে গরম কাপড়ের দোকান বসে। তবে এবার দোকান ও ভ্যান ব্যবসায়ীদের সংখ্যা বেশি লক্ষ্য করা যায়। কোর্ট শহিদ মিনার চত্বরের বিক্রেতা বাপ্পি বলেন, আশির দশক থেকে আমি শীতে গরম কাপড়ের ব্যবসা করছি। বরাবরই এসব বেল্টের মালের চাহিদা ভালো থাকে। ঠা-া বাড়লে ক্রেতার সংখ্যা বেশি হয়।
ফুটপাতে গরম কাপড় বিক্রেতা শহীদুল ইসলাম বলেন, জ্যাকেট, কোর্ট, গেঞ্জি, সব ভ্যারাইটির কাপড় বিক্রি করা হয়। তবে শোয়েটার ৬০ টাকা থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া জ্যাকেট ২০০ থেকে ৮০০ টাকার মধ্যে ও টি শার্ট ১৫০ টাকায় বিক্রি করা হয়। কাপড়ের কোয়ালিটি অনুযায়ী বিক্রি করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ