রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে মৎস অফিস কর্তৃক অভিযান চালিয়ে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও চায়না রিং জাল ধ্বংস করা হয়েছে।রোববার (৯ মার্চ) দুপুর ১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে মৎস অফিস কর্তৃক অভিযান চালিয়ে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও চায়না রিং জাল ধ্বংস করেন ফুলবাড়ী উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার।
উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার বলেন, কিছু অসাদু ব্যক্তি অবৈধভাবে যমুনা নদীতে কারেন্ট জাল ও চায়না রিং জাল বসিয়ে পোন মাছ ধরছেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে জাল গুলি আটক করি এবং ধ্বংস করে দেই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস অফিসের ক্ষেত্র সহকারী মো. আব্দুল লতিফ শেখ সহ মৎস অফিসের সকল কর্মকর্তা কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য যে, গত ০৬ মার্চ বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালুপাড়া গ্রামের পার্শ্ববর্তী যমুনা নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জাল ২শত মিটার ও চায়না রিং জাল ২টি আটক করা হয়।