রবিবার, ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
আমিনুল ইসলাম,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টনকে গণসংবর্ধিত করেছেন উপজেলার ৪ নং বেতদীঘি ইউনিয়নবাসী।
শুক্রবার বেতদীঘি ইউনিয়ন ভূমি অফিস মাঠে আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আব্দুস সামাদ।
এতে সহকারী শিক্ষক মতিয়ার রহমানের সলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।
এতে আরো বক্তব্য রাখেন আব্দুল মান্নান, আখেরুজ্জামান আখের, কামরুল হাসান কাজল, তৈবুর রহমান লাজু, বুলবুল আহম্মেদ, ফারুকুজ্জামান মুরাদ প্রমুখ।
শেষে বেতদীঘি ইউনিয়নবাসী, ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ডবাসী, মাদিলা হাট ব্যবসায়ী সমিতি, সার ও কীটনাশক ব্যবসায়ী সমিতিসহ সর্বস্তরের জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনসহ ক্রেস্ট প্রদান করা হয়।