ফুলবাড়ীতে দুস্থের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট: ডিসেম্বর ২৮, ২০২২, ১১:২০ অপরাহ্ণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের ফুলবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার বারাই একতা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) বারাইহাট বাজারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বারাই একতা যুব উন্নয়ন সমিতির সভাপতি শাহাদাত আলী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল, অ্যাডভোকেড মোকাররম হোসেন, ফুলবাড়ী প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক দেশ মার যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য ফজার রহমান, কুরমুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কেদার মন্ডল, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমানুল্লাহ, বারাই শ্রীশ্রী শ্যামা কালী মন্দিরের সভাপতি রবিন্দ্রনাথ সরকার, এলুয়াড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি শামীম হাসান প্রমুখ।

শেষে আনুষ্ঠানিকভাবে ১৫০ জন অসহায় দুস্থের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল এবং মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ