ফুল প্রদর্শনী শুরু

আপডেট: জানুয়ারি ৮, ২০১৭, ১২:১১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


ফুল কার না ভলোলাগে। ফুল ভাললাগে না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ দায়। আর সেই ফুলগুলো  আমাদের একটু ভাললাগা আর ভালোবাসা দিতে তার সব টুকু যেনো উজাড় করে দিচ্ছে। তাইতো তার   সৌন্দর্য্য ও ঘ্রাণে মুগ্ধ করে তোলে সবাইকে। বিভিন্ন রং ও রূপের ফুলগুলো যেনো সেজে আছে সবটুকু   সৌন্দর্য্য নিয়ে।
আর সেই মুগ্ধতার পরশ ছড়িয়ে দিতে আয়োজন করা হয়েছে মাসব্যাপি ফুল প্রদর্শনী। এ প্রদর্শনীতে   সৌন্দর্য্য ছড়িয়ে দিতে জায়গা করে নিয়েছে বিভিন্ন রঙের গোলাপ, গ্যাজনিয়া, ডানথাস, পেনজি, নরডাস, অ্যান্টিনিয়াম, চাইনা গাদা, হাইব্রিড ডালিয়া। শুধু তাই নয় রয়েছে সাফারি গাদা, জিনিয়া, বাগানবিলাসসহ বিভিন্ন প্রজাতির অসংখ্য ফুল।
গতকাল শনিবার সকালে নগরীর ২১ নম্বর ওয়ার্ডে শিরোইল উচ্চ বিদ্যালয়ের পাশের রাজশাহী সিটি করপোরেশন পরিচালিত শিরোইল উদ্যানে এ ফুল প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন, নগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম (বিপিএম)।
অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া জোন) ইবনে মিজান, সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম, বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন। সবার জন্য উন্মুক্ত মাসব্যাপী ফুলের এ প্রদর্শনীতে প্রতিদিন সকাল ৮টা হতে দুপুর ২টা এবং ৩টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্যান খোলা থাকবে।