ফেব্রুয়রির মধ্যেই প্রাথমিকের সব বই পাবে শিক্ষার্থীরা

আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১:৩১ অপরাহ্ণ

‘স্বাধীন পাঠক তৈরি: পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস’ শীর্ষক রিডিং কনফারেন্স।

সোনার দেশ ডেস্ক :


চলতি ফেব্রুয়ারির মধ্যেই শিক্ষার্থীরা প্রাথমিক স্তরের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) সব পাঠ্যবই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) গাজীপুরের একটি রিসোর্টে ‘স্বাধীন পাঠক তৈরি: পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস’ শীর্ষক রিডিং কনফারেন্স শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কনফারেন্সের আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদফতর এবং রুম টু রিড বাংলাদেশ।

এদিকে রবিবার (১৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সমম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে শিক্ষা উপদেষ্টা বলেছিলেন মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ের মধ্যে যেসব বিষয়ের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেসব বই ফেব্রুযারির মধ্যে পাবে শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, দেশে ইংরেজি নতুন বছরের প্রথম দিন উৎসব করে পাঠ্যবই বিতরণের রেওয়াজ থাকলেও এবার দেরিতে টেন্ডার আহ্বানসহ বিভিন্ন সমস্যার কারণে ১৭ ফেব্রুয়ারির মধ্যেও শিক্ষার্থীরা অর্ধেক পাঠ্যবই হাতে পায়নি।

রিডিং কনফারেন্স শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা কিন্ডার গার্টেনে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কারিকুলাম ফলো করারও নির্দেশনা দেন। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা, অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি (নেপ) এর পরিচালক জিয়া আহমেদ সুমন। স্বাগত বক্তব্য রাখেন রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

Exit mobile version