ফের আক্রমণাত্মক অমর্ত্য

আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ১২:৪৫ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



সরকারের বিরোধিতা করলেই বলা হচ্ছে রাষ্ট্র বিরোধী। এটা সংখ্যালঘু সরকারের ঔদ্ধত্য ছাড়া আর কিছুই নয়।  ফের মোদি আর বিজেপি সরকারকে এভাবেই আবারও বিঁধলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। রোববার নিজের বই প্রকাশ অনুষ্ঠানে, দিল্দির রামজাস কলেজে এবিভিপির হামলার তীব্র নিন্দা করেন তিনি। তাঁর অভিযোগ শাসক দলের ছত্র সংগঠন অগণতান্ত্রিক আচরণ করছে। তাঁর অভিযোগ, ‘যেভাবে জেএনইউ–র ছাত্রদের রাষ্ট্র বিরোধী তকমা দিচ্ছে সরকার তা তাঁদের ঔদ্ধত্য ছাড়া আর কিছুই নয়। ৩১ শতাংশ ভোট পেয়ে ৬৯ শতাংশ মানুষকে রাষ্ট্র বিরোধী তকমা দিচ্ছে এই সরকার। তাতে বোঝাই যাচ্ছে এই সরকারের ঔদ্ধত্য কোন পর্যায়ে পৌঁছেছে।’ নোট বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধুমাত্র মহারাষ্ট্রের পুরনির্বাচনের সাফল্য দেখলেই পুরোটা বিচার করা যায় না, বিমূদ্রাকরণ দেশে করতা প্রভাব ফেলেছে তার বিচার সময় সাপেক্ষ।’ তাঁর মতে, ইউনিভার্সাল বেসিক ইনকাম নিয়ে ভাবনাচিন্তা করা উচিত সরকারের। এটাই দেশের অর্থনৈতিক মান স্থির করে।’
নোবেল জয়ী অর্থনীতিবিদের এই মোদি বিরোধিতা কিছুটা হলেও ফের রং চড়াবে রাজ্য রাজনীতিতে। কয়েকদিন আগেই অমর্ত্য সেনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। যদিও পরে নিজের বক্তব্য থেকে সরে এসে বলেছিলেন অপব্যাখ্যা করা হচ্ছে।- আজকাল