সোমবার, ৮ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ২৩ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
আবারও জঙ্গি হানা জম্মু ও কাশ্মীরে। মঙ্গলবার ভোরে নাগরটা সেনা ছাউনিতে অতর্কিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। এই হামলায় ভারতীয় সেনাবাহিনীর তিন জওয়ান নিহত হয়েছেন এবং আরও দুই জওয়ান গুরুতর আহত হয়েছেন বলে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে।
এদিন ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। জঙ্গিরা হামলা চালালে পাল্টা আক্রমণ করে সেনাবাহিনী। দু’ পক্ষের গুলির লড়াই এখনও জারি রয়েছে বলে জানা গিয়েছে। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, ভোরবেলা হামলা চালায় দুষ্কৃতীরা। তারা সংখ্যায় কত জন ছিল সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।
বিএসএফ আধিকারিক জানিয়েছেন, “গত কয়েকদিন ধরে সীমান্তবর্তী এলাকায় কিছু সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। চামিয়াল ও সাম্বা সেনা পোস্টের আশেপাশে এই ধরনের ঘটনা ঘটলে, সেনাবাহিনীর তরফ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়।”
এদিন সাম্বা সেক্টরেও সেনা ও জঙ্গিদের লড়াই জারি রয়েছে। গুলির লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান আহত হয়েছেন বলে জানানো হয়েছে সেনার তরফে।- সংবাদ প্রতিদিন