ফের ত্রিপুরায় বেআইনি অনুপ্রবেশ, শিশু সহ আটক ৮ বাংলাদেশি

আপডেট: নভেম্বর ১১, ২০২৪, ১:০১ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


বেআইনি অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না ত্রিপুরা রাজ্যে। প্রায় প্রতিদিন বাংলাদেশি নাগরিক অবৈধ উপায়ে রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করছেন। ত্রিপুরায় প্রবেশ করার পর বেশিরভাগ সড়ক এবং রেলপথ ব্যবহার করে বাইরের রাজ্যে চলে যাচ্ছেন। ফের এক মানব পাচারকারী, শিশু-সহ ৮ বাংলাদেশি আটক ত্রিপুরায়।

গোমতী জেলার উদয়পুর রেল স্টেশনে চারজন শিশু-সহ এক বাংলাদেশি মহিলা ও একজন বাংলাদেশি পুরুষকে আটক করেছে পুলিশ। অন্যদিকে শনিবার রাতে আগরতলার জিআরপি থানার পুলিশ মানব পাচারকারীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়া এলাকা থেকে বিএসএফ ত্রিপুরা পুলিশ এবং জিআরপি থানার যৌথ অভিযানে আশীষ মালাকার নামে এক মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ ছিল, অবৈধভাবে সে বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরাতে প্রবেশ করিয়ে রেলের মাধ্যমে ভারতের বিভিন্ন জায়গায় পাঠানোর ব্যবস্থা করত। বর্তমানে সে বিচারাধীন অবস্থায় রয়েছে।

রোববার দুপুরে ত্রিপুরার ঊনকোটি জেলা থেকে দুই বাংলাদেশি যুবককে আটক করল বর্ডার সিকিউরিটি ফোর্স। দুই বাংলাদেশি যুবক অবৈধ উপায়ে ভারতীয় সীমান্ত অতিক্রম করে ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলায় প্রবেশ করেছিলেন। বিএসএফ তাঁদেরকে আটক করে ত্রিপুরা পুলিশের হাতে তুলে দিয়েছেন।

একই দিনে বিএসএফ ত্রিপুরার সিপাহীজলা জেলার সীমান্তপুর এলাকা থেকে চার হাজার ইয়াবা ট্যাবলেট আটক করে। যার বাজার মূল্য ৪০ লক্ষ টাকা। এবং এদিন বর্ডার সিকিউরিটি ফোর্স ও ত্রিপুরা বন দপ্তরের যৌথ অভিযানে সোনামুড়া থানার অন্তর্গত বিজয় নগরে ১৫ একর জমিতে অবৈধভাবে চাষ হওয়া গাঁজা গাছ ধ্বংস করে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version