ফের ধেয়ে আসবে অতিমারী! আশঙ্কায় রাতে ঘুম নেই বিল গেটসের

আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪, ১:০৭ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ধনকুবের বিল গেটসের রাতের ঘুম কেড়ে নিয়েছে যুদ্ধ ও অতিমারী। এর আগে তিনি জলবায়ু বিপর্যয় ও সাইবার অ্যাটাকের ভয়াবহতা নিয়ে সকলকে সতর্ক করেছিলেন। কিন্তু সেগুলির চেয়েও যুদ্ধ ও অতিমারী তাঁকে অনেক বেশি ভাবাচ্ছে। সিএনবিসির সঙ্গে কথা বলার সময় এমনটাই জানিয়েছেন তিনি।

তবে তাঁর কাছে সবচেয়ে আশঙ্কার বিষয় হল কোভিড-১৯-এর মতো আর এক অতিমারী দরজায় টোকা দিলে তা সামলে ওঠার মতো পরিস্থিতিতে থাকবে কিনা দেশগুলি। আর সেক্ষেত্রে আমেরিকা গোটা বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে কিনা, সেটাই গেটসের। কেননা তাঁর মতে, করোনার সময় মার্কিন মুলুকের যে ভূমিকা সবাই আশা করেছিল, তা তারা দিতে পারেনি।

বিল গেটসের আশঙ্কা, বর্তমানে গোটা বিশ্বে যে অস্থিরতা তৈরি হয়েছে তা থেকে অচিরেই বিশ্বব্যাপী ভয়ংকর যুদ্ধ বেঁধে যেতে পারে। আর যদি তা এড়ানো সম্ভবও হয়, তাহলেও আগামী ২৫ বছরের মধ্যেই ফের এক অতিমারী আছড়ে পড়তে পারে সভ্যতার বুকে।

অতিমারী বিল গেটসকে বহুদিন ধরেই ভাবাচ্ছে। ২০২২ সালে তিনি লিখেছিলেন ‘হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডেমিক’। সেখানে তিনি ২০২০ সালে বিশ্বব্যাপী শুরু হওয়া করোনা অতিমারীর মোকাবিলায় বহু দেশেরই প্রস্তুতির অভাবকে কাঠগড়ায় তুলেছিলেন।

বিগত বেশ কয়েক বছর ধরেই মহামারী নিয়ে সতর্ক করে আসছেন বিল গেটস। এমনকী কোভিডের অনেক আগে ২০১৫ সালে বিল ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীর উপরে ‘সুপার ভাইরাস’ আক্রমণ হানবে। এবার ফের সেই আতঙ্কের সুরই দেখা গেল তাঁর মন্তব্যে।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ