ফের বড় জয় ট্রাম্পের

আপডেট: জানুয়ারি ২৪, ২০২৪, ১২:৪৯ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিউ হ্যাম্পশায়ারের রিপাবলিকান প্রাইমারিতে জয় পেলেন ট্রাম্প। অন্যদিকে এই আসনে কোনো প্রচার না করেই জিতে গেলেন বাইডেনও। ফলে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই প্রার্থীর মধ্যে লড়াই জমতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
এর আগে আইওয়া আসনেও জয় পেয়েছিলেন ট্রাম্প। তাঁর এই জয়ে আরো এক রিপাবলিকান প্রার্থী নিকি হ্যালি পিছিয়ে পড়লেন দৌড়ে। তাঁর প্রাপ্ত ভোট ৪৬.৬ শতাংশ। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ৫২.৩ শতাংশ ভোট। জয়ের পরে উচ্ছ্বসিত রিপাবলিকান নেতা জানাচ্ছেন, ‘আমরা নিউ হ্যাম্পশায়ারে এই নিয়ে তিনবার জিতলাম। আমরা প্রতিবারই জিতেছি। প্রাইমারি ও জেনারেলেও জয় পেয়েছিলাম।’ প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে হিলারি ক্লিন্টন ও ২০২০ সালে জো বাইডেনকে এই আসনে হারিয়ে দিয়েছিল ট্রাম্প।
তবে এখনই হাল ছাড়তে নারাজ নিকি হ্যালি। তাঁর কথায়, ‘দৌড়টা শেষ হতে এখনও দেরি আছে। এখনো অনেক প্রদেশ বাকি আছে। আর এর পরই রয়েছে আমার প্রিয় প্রদেশ দক্ষিণ ক্যারোলিনা। আমি একজন যোদ্ধা। ডোনাল্ড ট্রাম্পের পরেই রয়েছি আমি।’
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ