ফের শৈত্যপ্রবাহ, একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২.৫ ডিগ্রি

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:রাজশাহী জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে শুরু হয়েছে। শৈত্যপ্রবাহের কারণে কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। রাজশাহীতে একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা কমায় বেড়েছে শীতের তীব্রতা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জেলায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ ও সন্ধ্যা ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৬২ শতাংশ। আর বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যাবেক্ষক আব্দুস সালাম বলেন, রাজশাহী জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে। একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সাথে কমেছে সর্বোচ্চ তাপমাত্রাও। একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৩ ডিগ্রি। এছাড়া সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা কমায় বেড়েছে শীতের তীব্রতা।

এ বিভাগের অন্যান্য সংবাদ