ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ, শীতার্তদের শীতবস্ত্র দিলো ভাইব্রেন্ট ভিশনারিজ নেটওয়ার্ক

আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৩, ২:১৮ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :


‘বন্ধু হয়ে, সবার পাশে’-এই স্লোগানকে সামনে রেখে এক ঝাঁক তরুণ-তরুণীর সমন্বয়ে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠনVibrant Visionaries Network রাজশাহী মহানগরীর কামরুজ্জামান চত্বর, রেলওয়ে স্টেশন, সিএন্ডবি মোড়সহ বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় আসক্তির ফলে তরুণ তরুণীরা ব্যাপক সময় নষ্ট করে এই ধারণার বাইরে গিয়ে Vibrant Visionaries Network ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিফাত শাহারিয়ার কিয়াম বলেন, উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সকল শ্রেণিপেশার মানুষের বিপদে বন্ধু হয়ে তাদের পাশে দাঁড়ানো, তরুণ তরুণীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কাজ করা, সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে এসডিজি লক্ষ্য (Sustainable Development Goals) পূরণে কার্যকর ভূমিকা পালন করা Kiv Vibrant Visionaries Network এর অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, ‘সব কাজেই কম বেশি প্রতিবন্ধকতা থাকে তবে প্রবল ইচ্ছাশক্তি নিয়ে সবাই একসাথে কাজ করলে পাহাড়সম প্রতিবন্ধকতাকে জয় করে অনেক ভালো কিছু করা সম্ভব হবে ইনশআল্লাহ। আমরা ভালো কিছু করতে চাই কিন্তু অনেক সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা সত্ত্বেও আর্থিক স্বল্পতার কারণে সব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয় না। এক্ষেত্রে সমাজের বিত্তবান মানুষেরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে তা সকলের জন্যে কল্যাণকর হবে। ’

এ বিভাগের অন্যান্য সংবাদ