ফেসবুকে কলেজছাত্রীর ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রাণনাশের হুমকি

আপডেট: আগস্ট ৪, ২০১৭, ১:২৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


ফেসবুকে রাজশাহী কলেজের এক ছাত্রীর ভুয়া অ্যাকাউন্ট খুলে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মোবাইল ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর রাজপাড়া থানায় রুবেল হোসেন অভি (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।
কলেজছাত্রী অভিযোগে উল্লেখ করেন, মাদারীপুরের শিবচর উপজেলার রায়েরকান্দি গ্রামের রতন আকনের ছেলে রুবেল ইসলাম অভির কমপিউটারের দোকান আছে। দুইবছর যাবৎ তার ব্যবহৃত মুঠোফোন থেকে বিভিন্নভাবে উত্যাক্ত ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে আসছেন।
এর প্রতিবাদ করায় ওই কলেজছাত্রীর নাম ও ছবি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে অভি। এতে তিনি ক্ষান্ত হননি।  ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে তার পরিচিত বন্ধু ও পরিবারের সদস্যদেরও অশ্লীল বার্তা ও হুমকি দিচ্ছে।
অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, অভিযুক্তকে ফেসবুক ভুয়া আইডি বন্ধ করতে করতে বললে তিনি প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। প্রাণনাশের হুমকি পেয়ে তিনি আতঙ্কিত ও হতাশাগ্রস্ত।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ