মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সাপাহার(নওগাঁ)প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পৃথিবীকে চির বিদায় জানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তৌফিক রানা (১৮) নামের এক কলেজ ছাত্র । আত্মহত্যাকারী তৌফিক রানা নওগাঁর সাপাহার উপজেলা সদরের জয়পুর গুচ্ছগ্রামের মোস্তফা মন্ডলের ছেলে।
তৌফিকের পরিবার সূত্রে জানা গেছে গত শনিবার দিবাগত রাত ১টার দিকে ভোটের প্রচারণা শেষে তার বাবা মোস্তফা বাসার দরজায় কড়া নাড়লে তৌফিক নিজে দরজা খুলে দেয়। তার বাবা বাসায় প্রবেশ করে তারা আপন আপন ঘরে শুয়ে পড়ে। রাত্রি ২টার পরে কোন এক সময়ে তৌফিক তার শয়ন ঘরে সিলিংএ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে সে ঘরের দরজা না খুললে তার বাবা মা জানালা দিয়ে সিলিংএর সাথে তার লাশ ঝুলতে দেখে চিৎকার শুরু করে।
প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ মাটিতে নামায়। সংবাদ পেয়ে সাপাহার সার্কেল (এসপি)এসএম সবুজ রানা এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেব ঘটনা স্থল পরিদর্শন করেন। এ বিষয়ে সাপাহার থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।