মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
বেশিরভাগ মানুষ ফেসবুক ‘স্টোরিজ’ ফিচারটি ব্যবহার করে না। কিন্তু এ ঘটনা সোশ্যাল নেটওয়ার্ক সাইটটিকে তাদের পরবর্তী প্লাটফর্মে এই ফিচার নিয়ে আসার ব্যাপারে থামাতে পারেনি।
ম্যাশঅ্যাবলের খবরে বলা হয়েছে, ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন যে, তারা ‘স্টোরিজ’ এর ডেস্কটপ সংস্করণ নিয়ে পরীক্ষা করছেন। বর্তমানে কেবলমাত্র নির্দিষ্ট কিছু ব্যবহারকারী তাদের ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে স্টোরিজ ফিচারটি ব্যবহার করতে পারছে, খুব শিগগির সকল কম্পিউটার ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হবে।
এটি স্পষ্ট নয় যে কেন ফেসবুক তাদের স্টোরিজ ফিচারটি কম্পিউটার ভার্সনের জন্য নিয়ে আসছে। ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে স্টোরিজ ফিচারটি দারুন জনপ্রিয়তা পেলেও, ফেসবুক অ্যাপ ব্যবহারকারীরা এই ফিচারটি উপেক্ষা করে আসছে। সোশ্যাল নেটওয়ার্কটি সাইটটি হয়তো ডেস্কটপ ভার্সনের মাধ্যমে ব্যবহারকারীদের মনোভাব পরিবর্তনের প্রত্যাশা করছে।