ফ্রান্সে ছুরি হামলায় জার্মানি পর্যটক নিহত

আপডেট: ডিসেম্বর ৩, ২০২৩, ১২:৫৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় ছুরি ও হাতুড়ি নিয়ে হামলায় একজন নিহত এবং আরো দু’জন আহত হয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে ।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেন, শনিবার (১ ডিসেম্বর) রাতে আইফেল টাওয়ারের কাছে কেহ দো গ্রেনেলায় পর্যটকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

এ হামলায় ২৬ বছর বয়সী এক ফরাসি যুবককে আটক করা হয়েছে। ওই তরুণ রাস্তায় এক পর্যটক জুটিকে আক্রমণ করে। তার ছুরিকাঘাতে এক জার্মান নাগরিকের মৃত্যু হয়।

পুলিশ তাকে ধাওয়া করে গ্রেপ্তার করে। কিন্তু তার আগেই সে হাতুড়ি দিয়ে আরো দু’জনকে আক্রমণ করে। আহতদের জরুরি চিকিৎসা দেয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলাকারী তরুণ ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিচ্ছিলেন। গ্রেপ্তার হওয়া পর পুলিশকে ওই যুবক বলেছে, আফগানিস্তান এবং ফিলিস্তিনে অনেক মুসলমানের মৃত্যুতে সে হতাশ।

একটি হামলা পরিকল্পনার সাথে যুক্ত থাকার দায়ে ২০১৬ সালে ৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল ওই যুবককে। তখন থেকে সে ফরাসি পুলিশের নজরদারির মধ্যে ছিলো। তার মানসিক সমস্যায় ভোগারও ইতিহাস আছে বলে জানান দারমানিন।
তথ্যসূত্র: বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ