বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
ফ্রান্সে কারারক্ষীকে হত্যা করে প্রিজনভ্যান থেকে বন্দি ছিনিয়ে নেয়ার ঘটনায় এখনও সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করতে পারেনি তবে নরম্যান্ডির রুয়েন শহরের আশপাশে পলাতক আসামি মোহাম্মদ এমরা এবং তার সঙ্গীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ফ্রান্স পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) উত্তর ফ্রান্সের নরম্যান্ডির রুয়েন শহরের কাছে দুই কারারক্ষীকে হত্যা করে প্রিজনভ্যান থেকে এক বন্দিকে ছিনিয়ে নেয় অস্ত্রধারীরা।
এ হামলায় আহত হয়েছেন আরো তিন কর্মকর্তা তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
মাদক সম্রাজ্যে ‘দ্য ফ্লাই’ বা মাছি নামে পরিচিত মোহাম্মদ এমরার সঙ্গে মাদকজনিত সংঘাতে জর্জরিত দক্ষিণ-ফ্রান্সের শহর মার্সেইয়ের মাদক কারবারিদের সম্পর্ক রয়েছে।
এমরার মা ফরাসি সম্প্রচারমাধ্যম আরটিএলকে একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেন, আমি ভেঙে পড়েছি, কেঁদেছি। এভাবে জীবন কেড়ে নেয়া যায়?’ তিনি জানান, ছেলে তার সঙ্গে ক্তহা বলে না তাকে পালাবার পরিকল্পনা সম্পর্কে কখনো কিছু বলেনি।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, নিহত ও আহতদের পরিবার এবং তাদের সহকর্মীদের পাশে রয়েছে পুরো দেশ। সামাজিক যোগাযোগমাধ্যম তিনি লিখেন, এই অপরাধের হোতাদের খুঁজে বের করার জন্য সবকিছুই করা হচ্ছে।
তথ্যসূত্র: বাংলানিউজ