সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
এ.এস.এম. শাহরিয়ার জাহান, তথ্য-প্রযুক্তিবিদ:
ফ্রিল্যান্সিং-এর ব্যাপারে এখন অনেকেই আগ্রহী। বিশেষ করে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষিত বেকার ও গৃহিণীদের মাঝে ফ্রিল্যান্সিং নিয়ে রয়েছে ব্যাপক কৌতুহল। এছাড়া ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং-কে গ্রহণ করেও অনেকে পুরোপুরি সফল হয়েছেন। তবে ১০টা-৫টা চাকরির তুলনায় ফ্রিল্যান্সিং-এ কাজের কিছুটা স্বাধীনতা থাকলেও ফ্রিল্যান্সিঙেও অনেক দক্ষতা এবং অভিজ্ঞতা সংগ্রহ করতে হয় এবং ধৈর্য্য ও পরিশ্রমের সমন্বয় ঘটাতে হয়। তাই কোনো কাজই আসলে সহজ নয়।
অনেকেই প্রশ্ন করে থাকেন কোনো কাজ দিয়ে তারা ক্যারিয়ার শুরু করলে দ্রুত সফলতা পাবেন। আসলে এটা বলা কঠিন। কারণ একেকজনের আগ্রহ ও দক্ষতা তার নিজের উপর নির্ভর করে। এছাড়া ফ্রিল্যান্সিং সেক্টরে শত শত রকমের কাজের ধরন রয়েছে। তবে যদি বর্তমান ও ভবিষ্যতের চাহিদার নিরিখে পাঁচটি কাজের তালিকা করা যায়, তাহলে নিচের পাঁচ ধরনের কাজকে বিবেচনা করা যেতে পারে:
কাজ শেখা শুরু করার পর ধিরে ধিরে আরও অ্যাডভান্স লেভেলের দক্ষতা অর্জনের চেষ্টা চালিয়ে যেতে হবে। ফ্রিল্যান্সিং মানেই সহজ কিছু এটা ভাবলে তা বোকামি হবে। সফল হওয়ার জন্য নিজের কর্মদক্ষতা বৃদ্ধি করার কোনো বিকল্প নেই।