বইয়ের প্রচ্ছদে পুরুষাঙ্গের আদলে রবীন্দ্রনাথের মুখ! নিন্দায় সরব বাঙালি সমাজ

আপডেট: মে ১৩, ২০২৪, ১২:২৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


কলঙ্কিত রবীন্দ্রনাথ! তাও বাঙালির হাতে! কবিগুরুকে নিয়ে লেখা বইয়ের প্রচ্ছদে পুরুষাঙ্গের আদলে রবীন্দ্রনাথ ঠাকুরকে উপস্থাপিত করা হয়েছে। এই ঘটনায় নিন্দায় সরব হয়ে উঠেছে নাগরিক সমাজ। ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়। সিংহভাগেরই বক্তব্য, মানসিকতায় আর কত অবনমন দেখব। যিনি বাঙালির মননশীলতার ভিত। বিকৃত রুচির লোকজন সেই কবিগুরুকেও ছাড় দিল না!

বিতর্কিত বইটির নাম, ‘রবীন্দ্রনাথের প্রথম জীবনী।’লেখক পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ উঠছে, সে বইয়ের প্রচ্ছদে কদর্য রূপে আঁকা হয়েছে কবিগুরুকে। প্রকাশক সুমন ভৌমিক নিজেই সে ছবি দিয়েছেন সামাজিক মাধ্যমে। লিখেছেন, সূত্রধর প্রকাশনা থেকে শীঘ্রই প্রকাশিত হতে চলেছে বইটি।

সামাজিক মাধ্যমে বইয়ের ছবি দিতেই তুমুল শোরগোল। ছি ছি করছে বঙ্গকুল। চিকিৎসক ডা. শুভ শঙ্কর রায় লিখেছেন, ‘‘রবীন্দ্রনাথকে নিয়ে এত নোংরামি করা লোকেদের রুচি আর বংশপরিচয় নিয়ে সন্দেহ হচ্ছে।’’ রিয়েলিটি শোয়ের গায়িকা চন্দ্রিকা বিশ্বাসের কথায়, ‘‘যাঁরা বইয়ের এই প্রচ্ছদ বানিয়েছেন তাঁদের মানসিক সুস্থতা কামনা করি।’’

এদিকে যাঁদের প্রকাশনা নিয়ে এতকিছু, অদ্ভুতভাবে তারা নির্বাক। সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল প্রকাশক সুমন ভৌমিকের সঙ্গে। কে এই কদর্য প্রচ্ছদ এঁকেছেন তা নিয়ে কিছু বলতে চাননি তিনি। সুমনবাবুর বক্তব্য, ‘‘লেখক এবং প্রকাশকের পক্ষ থেকে আমরা যৌথ সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে আমরা কিছু অবগত করবে না।’’ তবে সামাজিক মাধ্যমের সমালোচনাকে প্রকাশক যে গায়ে মাখছেন না তা তিনি পরিস্কার করে দিয়েছেন।

সুমনবাবুর যুক্তি, ‘‘সামাজিক মাধ্যমে কোনও কিছুকে কেন্দ্র করে কেউ কিছু বলতে পারেন। তার প্রতি উত্তরে অগণিত মানুষ আরও কিছু বলতে পারেন। সবার কথার যদি প্রত্যুত্তর দিতে হয় তাহলে দিনে অন্য কোনও কাজ করা যাবে না। লোকের উত্তর দিতে দিতেই সময় চলে যাবে।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ