বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী প্রতিনিধি
বই উৎসবের এক মাস পরও ঈশ্বরদীতে ষষ্ঠ শ্রেণির চার হাজার পাঁচশ শিক্ষার্থীর হাতে এখনো গণিতের নতুন বই পৌঁছায় নি। এর ফলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষকরাও পড়েছেন বিপাকে।
ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের ‘নূরজাহান উচ্চবালিকা বিদ্যানিকেতনের’ সহকারী প্রধান শিক্ষক আবদুল খালেক বলেন, ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ১৬২ জন শিক্ষার্থী গণিতের নতুন বই পায় নি। এর ফলে ঠিকমতো পড়াশোনা করানো যাচ্ছে না শিক্ষার্থীদের। অনেকে ওপরের ক্লাসে উঠে যাওয়া পরিচিত কোনো শিক্ষার্থীর পুরোনো বই নিয়ে আসছে। কিন্তু নতুন বইয়ের সিলেবাস সম্পর্কে স্পষ্ট ধারণা করতে না পারায় পাঠদান সংক্ষিপ্ত করা হয়েছে। উপজেলার লক্ষীকু-া ইউনিয়নের কামালপুর তমিজউদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কুতুব উদ্দিন বলেন, এখনো তারা গণিতের নতুন বই পান নি।
বিদ্যালয়টির শিক্ষার্থীরা জানায়, শিক্ষক তাদের পুরোনো বই সংগ্রহ করতে বলেছেন। কিন্তু পুরোনো বইয়ের সঙ্গে নতুন বইয়ের পড়া কতটুকু মিলবে তা নিয়ে সংশয়ের মধ্যে পড়েছে তারা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এখানকার সব মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির গণিতের বই বাদে অন্য বই বিতরণ সম্পন্ন হয়েছে। এবার উপজেলায় ষষ্ঠ শ্রেণিতে গণিতের বইয়ের চাহিদা ৮ হাজার। এর মধ্যে ৪ হাজার ৫শ বই এখনো ঈশ্বরদীতে এসে পৌঁছায় নি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার বলেন, গণিতের বইয়ের জন্য প্রতিদিনই বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকরা এসে খোঁজ নিচ্ছেন। তিনি একাধিকবার জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পরিচালককে বিষয়টি জানিয়েছেন। বোর্ড থেকে জানানো হয়েছে, শিগগিরই গণিতের নতুন বই ঢাকা থেকে পাঠানো হবে। এই বই ঈশ্বরদীতে এসে পৌঁছালেই সেগুলো বিদ্যালয়ের প্রধানদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।