বই উৎসবে শিক্ষার্থীদের মিষ্টি মুখ করালেন রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান

আপডেট: জানুয়ারি ১, ২০২৪, ৯:৪৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসবের উদ্বোধন করেন, রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. অলীউল আলম। সোমবার (১ জানুয়ারি) সকালে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার সময় দেওপুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিস্টি মুখ করান শিক্ষাবোর্ড চেয়ারম্যান।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম। এসময় উপস্থিত ছিলেন, উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসান। সভাপতিত্ব করেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যনা।