বক্সিং ডে টেস্ট নিয়ে রোমাঞ্চিত আসাদ

আপডেট: ডিসেম্বর ২৫, ২০১৬, ১২:১১ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিবারাত্রির টেস্ট হারের পর বক্সিং ডে টেস্টের দিকে চোখ পাকিস্তানের। বড়দিনের উৎসবের পরদিন সোমবারের এ টেস্ট ম্যাচের গুরুত্ব ভালো করেই জানা দলটির ব্যাটসম্যান আসাদ শফিকের। আর এ ম্যাচ দিয়েই পাকিস্তান সিরিজে ঘুরে দাঁড়াবে বিশ্বাস তার।
প্রথম টেস্টে তার ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস দলকে প্রায় জয়ের বন্দরে নিয়ে গিয়েছিল। কিন্তু হারতে হয় তাদের। তবে ওই পারফরম্যান্স মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের আগামী ম্যাচের জন্য তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে।
তবে প্রথম বক্সিং ডে টেস্ট খেলতে গিয়ে রোমাঞ্চিত পাকিস্তান। আসাদ জানালেন সেকথা, ‘আমরা এ ম্যাচের গুরুত্ব জানি। এটা বড় একটা টেস্ট ম্যাচ। এমন ম্যাচ দেখে পাকিস্তানে আমরা বড় হয়েছি। এ টেস্টের মূল্য আমরা বুঝি।’
ম্যাচের অনেক দর্শক হবে জানেন আসাদ। সেটা তাদের উপর কিছুটা চাপ ফেলবে বলেছেন তিনি, ‘আমরা কিছুটা (চাপ) অনুভব করব। কারণ এত দর্শকের সামনে আমরা সম্ভবত খেলিনি। আর এই ভেন্যুর দারুণ ইতিহাস আছে। এখানে খেলতে পারা আমার জন্য অনেক সম্মানের, এমনকি প্রত্যেকের জন্য। কিন্তু বিশেষভাবে তাদের কাছে অনেক রোমাঞ্চকর যারা এখানে প্রথমবার খেলবে।’
তবে সবকিছু ছাপিয়ে আত্মবিশ্বাসের বিষয়টি তুলে ধরলেন এ ব্যাটসম্যান, ‘আমরা যেভাবে প্রথম টেস্ট খেলেছি সেটা আমাদের সংগঠিত হওয়ার ইঙ্গিত দিয়েছে। আশা করি পরের দুই টেস্টে আমরা ভালো ফল পাব।’ সূত্র- ক্রিকেট৩৬৫

এ বিভাগের অন্যান্য সংবাদ