রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় ট্রাকচাপায় দুই বোন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক রাকিবুল ইসলাম।
রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধার দক্ষিণ গ্রিদারী গ্রামের নজরুল ইসলামে মেয়ে ও মোটরসাইকেলচালক রাকিবুলের স্ত্রী নুপুর আক্তার (২২) ও একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার (১৮)। নিহত নুপুর ও রুনা চাচাতো বোন। তারাসহ আহত রাকিবুল ঢাকার গাজীপুরে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেন।
জানা যায়, রাতে নুপুরের মা মারা গেছেন খবর পেয়ে ভোরে মোটরসাইকেল নিয়ে নুপুর তার স্বামী রাকিবুল ও চাচাতো বোন রুনা বাড়িতে ফিরছিলেন। পথে ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তার ওপর পড়ে যায়।
এ সময় পেছনে থাকা একটি ট্রাকের নিচে চাপা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই নুপুর ও রুনা নিহত হন ও চালক রাকিবুল গুরুতর আহত হন।
এদিকে খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত রাকিবুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং নিহতদের পুলিশের কাছে হস্তান্তর করেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় জব্দ করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তথ্যসূত্র: বাংলানিউজ