বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট: এপ্রিল ৬, ২০২৪, ১:১৬ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয় আরো তিন জন।
শনিবার (৬ এপ্রিল) সকাল ১০:১৫ টার দিকে সদর উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ফাইন হোসেন (৫০), বাসের ম্যানেজার হান্নান মিয়া ও চেইন মাস্টার আলমগীর হোসেন। তারা ৩ জনই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, প্রাইভেটকারটি বগুড়া থেকে নওগাঁর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে এরুলিয়া হাই স্কুলের সামনে পৌঁছলে নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনেরর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুমড়ে মুচড়ে যাওয়া কারটি কেটে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।
তথ্যসূত্র: বাংলানিউজ