নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় বগুড়ার আদমদীঘি থানার ইন্দইল গ্রামের পূর্ব ঢাকা রোড সংলগ্ন আশা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ৯৭ দশমিবক ৮ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করে। খবর বিজ্ঞপ্তির।
আটককৃতরা হলো, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আউখাব গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মো. সবুজ (৩২) এবং কিশোরগঞ্জ জেলার সদর থানার লঘুনন্দনপুর গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে মো. কামাল হোসেন (৩০)।
বিজ্ঞপ্তিতে জানান হয়, সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে স্বীকার করে। স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার আদমদীঘি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।