শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
বিশ্বখ্যাত আসুস ব্র্যান্ডের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের আয়োজনে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘আসুস নর্থ চ্যাম্প’। সম্প্রতি শহরের মোমো ইন হোটেল অ্যান্ড রিসোর্টে এটি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই ক্যাম্পে অংশগ্রহণ করেন আসুসের উত্তরাঞ্চলের পার্টনাররা। আয়োজনে ছিলো প্রোডাক্ট ট্রেইনিং সেশন, বেসিক সেইলস ট্রেইনিং, গেমিং প্রতিযোগিতা, সুইমিং রিফ্রেশমেন্ট, ট্রেজার হান্ট কনটেস্টসহ মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত আসুস বাংলাদেশের সিস্টেম ডিভিশনের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার মো. আল ফুয়াদ বলেন, ‘বাংলাদেশে আসুসের আঞ্চলিক পার্টনার সম্মেলন আমাদের পার্টনারদের আসুস নোটবুক ব্যবসায় আরও উদ্বুদ্ধ করবে।’
‘আসুস নর্থ চ্যাম্প’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গ্লোবাল ব্র্যান্ডের জিএম সমীর কুমার দাশ, কামরুজ্জামান, গ্লোবাল ব্র্যান্ডের এজিএম শফিকুল আলম সোহান, ব্র্যান্ড ম্যানেজার সেলিম আহমেদ বাদল প্রমুখ। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিলেঅ উত্তরবঙ্গের পার্টনারদের একত্রিত করা আর আসুসের প্রচলিত নতুন মডেলের নোটবুকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া।-বাংলাট্রিবিউন