বগুড়ায় টিইউসির কর্মীসভা অনুষ্ঠিত

আপডেট: আগস্ট ১২, ২০১৭, ১:০১ পূর্বাহ্ণ

বগুড়া প্রতিনিধি


বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা শাখার কর্মীসভা গতকাল শুক্রবার বিকেলে উডবার্ন পাবলিক লািব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা টিইউসির সভাপতি শ্রমিকনেতা আবদুুস সাত্তার তারার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুুল মালেক।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় দফতর সম্পাদক শাহিদা পারভিন শিখা। বক্তব্য দেন টিইউসি বগুড়া জেলা কমিটির সহসভাপতি ফজলুর রহমান, সোহরাব হোসেন, তকদির হোসেন, সাংগঠনিক হরিশংকর সাহা, প্রচার সম্পাদক শাহজাহান আলী, কোষাধ্যক্ষ আফজল হোসেন, সদস্য হারুন উর রশিদ প্রমূখ। সভা পরিচালনা করেন টিইউসির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।
সভায় বক্তারা বলেন, শ্রমিকের শ্রমে সমাজ সভ্যতা অগ্রসর হয়। দেশের অর্থনীতির চাকা সচল রাখে। অথচ শ্রমিকরা অর্ধাহারে অনাহারে থাকে। সুচিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতে হয়। তাদের ছেলেমেয়ে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থা চলতে পারেনা। বক্তারা, সকল কলকারখানা ও প্রতিষ্ঠানে ৮ ঘন্টা কর্মদিবস বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি সবাইকে টিইউসির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।