বগুড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

আপডেট: জানুয়ারি ২৮, ২০১৭, ১২:১০ পূর্বাহ্ণ

বগুড়া প্রতিনিধি


বগুড়ায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় বগুড়া জিলা স্কুলমাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন বগুড়া ১ আসনের সাংসদ আবদুল মান্নান।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন। বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আনওয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. নুরুজ্জামান, জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা মজিবর রহমান প্রমুখ। মেলায় মোট ৬০টি স্টল অংশ নিয়েছে। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৯টি ক্যাটাগরিতে ১৪টি পুরস্কার দেয়া হবে।