বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বগুড়া প্রতিনিধি
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক মিশু ও এক অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে বগুড়ার গাবতলী ও শেরপুর উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে।
জানা যায়, বুধবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুরের গাড়ীদহ এলাকায় মালবাহী ট্রাক ও মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। নিহত রেজানুর রহমান মন্ডল গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার সোমতলা গ্রামের মজিবর রহমানের ছেলে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ নিয়ে রায়গঞ্জের চান্দাইকোনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-প-৫১-১৪২০) ওই স্থানে পৌঁছালে বিপরীতমুখী অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই মালবাহী ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
অপরদিকে একই দিন সকাল ৮ টার দিকে বগুড়া গাবতলী উপজেলার কাগইল সুলতানপুর গ্রামে ইটভাটার সামনে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে আয়াত নামের সাড়ে ৩বছরের শিশু পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় জানায়, ওই সময় আয়াত তার নানার সাথে গ্রামের একটি দোকানে চা পান করতে আসলে ইটভাটার একটি মাটি বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগলে রাস্তার উপর ছিটকে পড়ে চাকায় পৃষ্ট ঘটনার স্থলেই মারা যায়। এদিকে ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও অপর একটি মাটি বোঝাই ট্রাক আটক করে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। পরে গাবতলী থানা পুলিশ ঘটনার স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মৃত আয়াত গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের সেনাবাহিনী কর্মকর্তা আব্দুল ওয়াহেদের পুত্র। সে জন্মের পর থেকে তার নানার বাড়ী গাবতলীর সুলতানপুর গ্রামের সাবেক ইউপি সদস্য খোরশেদ আলমের বাড়িতে লালন পালন হচ্ছিল। কাগইল ইউপির চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন দুর্ঘটনায় মিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।