বগুড়ায় হয়ে গেল দিনব্যাপী ‘কুঁড়ি উৎসব’

আপডেট: মার্চ ১১, ২০২৩, ১১:১৪ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


শিশু-কিশোরদের সাহিত্য চর্চায় আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে বগুড়া থেকে প্রকাশিত শিশু-কিশোর সাহিত্য পত্রিকা মাসিক ‘কুঁড়ি’। কুঁড়ি’র ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (১১ মার্চ) হয়ে গেল দিনব্যাপী ‘কুঁড়ি উৎসব’।-এই আয়োজনে দেশের স্বনামধন্য কবি-সাহিত্যিক, শিশু- কিশোর ক্ষুদে লিখিয়ে, সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্যপ্রেমী ও বিশিষ্টজনদের উপস্থিতিতে মুখর হয়ে উঠে বগুড়া জেলা পরিষদ মিলনায়তন। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক কবি আখতার হুসেন। প্রধান অতিথি ছিলেন রাগেবুল আহসান রিপু, জাতীয় সংসদ সদস্য, বগুড়া-৬। বিশেষ অতিথি ছিলেন মোঃ আশরাফুল মমিন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা, বগুড়া জেলা পরিষদ, কবি শোয়েব শাহরিয়ার, কবি জয়ন্ত দেব, বিলু কবীর, কবি প্রাবন্ধিক ও গল্পকার খৈয়াম কাদের, কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক রফিকুর রশীদ, প্রাবন্ধিক শেখ ফিরোজ আহমদ। কুঁড়ি সম্মাননা পেলেন ছড়াকার আখতার হুসেন, ছড়ার কাগজ সম্পাদক রমজান মাহমুদ, খুদে গল্পকার ফারদিন শামস তিমির, খুদে প্রচ্ছদ শিল্পী আফিয়া মারইয়াম, খুদে ছড়াকার আবু মুতা আলী উলফাত। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কুঁড়ি সম্পাদক আব্দুল খালেক।