বগুড়ায় ৪ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার।

আপডেট: মার্চ ১৯, ২০২৩, ২:৪৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়ার আদমদিঘী স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে ঢাকা হতে নওগাঁগামী রাস্তায় চেকপোস্ট পরিচালনা করে ঢাকা টু নওগাঁগামী একতা পরিবহনে যাত্রীবেশে দুই নারীর শরীরে রক্ষিত বিশেষ কায়দায় পেচানো অবস্থায় ৪ কেজি গাজাসহ ওই দুই নারীকে গ্রেফতার করা হয়। খবর বিজ্ঞপ্তির।

ধৃত নারীরা হলোÑ চাদপুরের মতলব থানার মিজানুর নহমানের স্ত্রী মোছা. সামছুননাহার (৪৫), এবং নারায়ণগঞ্জ সদরের দেউলপাড়াপাট কুতুবপুরের মুসা শেখের স্ত্রী মোছা. রুবি আক্তার (৪৫)। এ সময় তাদের কাছ থেকে গাজা ছাড়াও মোবাইল- ০৩টি, সিমকার্ড- ০৩ টি,একতা পরিবহনের টিকিট- ০১টি ও মাদক বিক্রয় লব্ধ নগদ- ১২শো টাকা জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা জব্দকৃত আলামত গাঁজা বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহণ করছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
এ ঘটনায় বগুড়া জেলার আদমদিঘী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ