শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
সভায় বক্তব্য দেন নগর আ’লীগের সহসভাপতি শাহীন আকতার রেনী-সোনার দেশ
জেলা বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলাজিস্ট পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর রেইনি পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সমাজসেবী শাহীন আকতার রেণী।
সভায় তিনি বলেন, ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় একটি দিন ১৫ আগস্ট। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ এ দিন পরিবারের সদস্যদের হত্যা করা হয়। সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও বিপথগামী সৈনিকের হাতে সপরিবারে প্রাণ দিয়েছিলেন বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই নৃশংস হামলায় আরো অনেকেই প্রাণ হারিয়েছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করে এ দেশকে পঙ্গু করেতে চেয়েছিল খুনিরা।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষকে একটি সোনার বাংলা উপহার দিয়েছেন। তিনি এদেশের মানুষকে একটি স্বাধীন বাংলাদেশ দিয়েছেন। বর্তমান সরকার দেশের সব বিষয়ে ব্যাপক উন্নয়ন করেছেন। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কেউ আর না খেয়ে থাকে না। এ সরকার আবার ক্ষমতায় আসলে বিশ্বের অন্য উন্নয়নশীল দেশকে ছড়িয়ে যাবে।
বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলাজিস্ট পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বেলাল, দৈনিক সোনালী সংবাদ’র সাংবাদিক মোহাম্মদ মাসুদ। সভায় সভাপতিত্ব করেন, বিএমটিপি রাজশাহীর সভাপতি রবিউল ইসলাম ও সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক জিএ ফয়সাল।