বঙ্গবন্ধুর আর্দশে গড়া সংগঠন ছাত্রলীগ : লিটন

আপডেট: জানুয়ারি ৬, ২০১৭, ১২:০৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বঙ্গবন্ধুর আর্দশে গড়া সংগঠন ছাত্রলীগ। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশের বিভিন্ন প্রতিকূলতা রোধে, সহিংসতা ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রাজপথে থেকে আন্দোলন ভূমিকা রাখে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজপাড়া থানা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লিটন বলেন, প্রধানমন্ত্রী ছাত্রলীগের কর্মীদের হাতে কলম তুলে দিয়ে পড়াশুনার প্রতি মনোযোগের পরামর্শ দিয়েছেন। তারপর রাজনীতি করার নির্দেশ দিয়েছেন। উন্নয়নশীল রাষ্ট্র গঠনে শিক্ষিত সমাজের প্রয়োজন। বিএনপি নেত্রী খালেদা ছাত্রদলের কর্মীদের হাতে কলম বদলে পিস্তল তুলে দিয়েছেন। এটাই তাদের রাজনীতির আর্দশ।
রাজপাড়া থানা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন রুবেলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক ও সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটু, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহসভাপতি আনিকা ফারিহা জামান অর্না, নগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব।
রাজপাড়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সহসভাপতি মীর ইকবাল, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল মমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ