রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:২০১০ সালের ২৮ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকর হয়। বঙ্গবন্ধু খুনি লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশীদ-খান, মেজর এ.কে.এম. মহিউদ্দিন আহমেদ ও মেজর বজলুল হুদা এবং লে. কর্নেল মহিউদ্দিন আহমেদকে ফাঁসিকাষ্ঠে ঝুলানো হয়।
১৯৭৫-এর ১৫ আগস্ট কালরাতে ঘাতকরা সপরিবারে হত্যা করেছিল স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দীর্ঘ ৩৮ বছর দেশের মানুষ অপেক্ষায় থেকেছে এই হত্যার বিচারের। অবশেষে ২০১০ সালের ২৮ জানুয়ারি অবসান হয়েছিল সেই প্রতীক্ষার।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামি এখনও পলাতক। এরা হচ্ছেন- খোন্দকার আব্দুর রশিদ, নূর চৌধুরী, শরিফুল হক ডালিম, রিসালদার মুসলেহ উদ্দিন, ক্যাপ্টেন আব্দুল মাজেদ, রাশেদ চৌধুরী এবং আবুল হাশেম মৃধা। তাদের গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলের পরোয়ানা রয়েছে।
তবে ২০২০ সালের ১২ এপ্রিল বঙ্গবন্ধুর খুনিদের পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়। এখনো ৬ আসামী পলাতক আছে। সরকার খুনিদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের জন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।