সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ শুক্রবার খোলা থাকবে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগ। এদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকবে। তিনি আরো জানান, এদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হাসপাতাল বহির্বিভাগের সকল বিভাগে রোগিদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে।